
মুগ্ধবাংলা নিয়ে আমার মনে একসময় অনেক রকম পরিকল্পনা ঘুর-ঘুর করত। কিন্তু কোনো কিছুই ঠিকভাবে করে উঠতে পারিনি একসময়। প্রথমত সদস্যের অভাবে মনে হতাশা জন্মে যায়, তারপর নতুন কিছু করার আগেই দেখি, অন্যরা আগেই তা করে ফেলেছে। ফলে আর সেদিকে এগোনো হয়নি। ২০০৭-০৮ সালের দিকে তখন বাংলা বইয়ের জগতে "মুর্ছনা"র আধিপত্য, সেই সঙ্গে "দরিদ্র"ডট কমের প্রতাপ। ফলে বাংলা বই শেয়ারের কমিউনিটিতে অনভিজ্ঞ আমি তখন সবে শিশু। ফ্রি হোস্টের হাত ধরে phpBB লোড করে প্রথম লঞ্চ করলাম "মুগ্ধবাংলা"ডট টিকে। বেশ কয়েকমাসে দু চারটে পোস্ট দেবার পর একসময় হতাশ হয়ে পড়লাম বই-আর-বই ডট নেট দেখে। এত্তো এত্তো বই শেয়ার করল ওরা যে আমি ডাউনলোড করে শেষ করতে পারতাম না ৫-১০kbps স্পীড নিয়ে। আর শেষ পর্যন্ত বাংলাপিডিএফ আসার পর মুগ্ধবাংলাকে তুলেই দিলাম শিকের উপর। সব পরিকল্পনা খাতার পাতায় গুমরে মরল প্রায় ৮ বছর। অবশেষে শরদিন্দুর সঙ্গে গাঁটছড়া বেঁধে ২০১৯-এ আবার পুরানো "মুগ্ধবাংলা"কে বাঁচিয়ে তোলার প্রয়াস।
কিছুদিন আগে ভ্যালেরিয়ান-লরেলাইনের একটা বই অনুবাদ করে "মুগ্ধবাংলা" প্রকাশ করে শরদিন্দু। সেসময়ই আমাদের সম্মানিত সদস্য Md. Ashiqur Rahman জানান, বহুমুখী ম্যাগাজিনে এই সিরিজের ৬ নং গল্পটি অনুদিত হয়েছে। বহুমুখী ম্যাগাজিনটা ডাউনলোড করার পর বুঝতে পারি,ওটাও আমার মতই কারোর স্বপ্নের ম্যাগাজিন। আর তারপরই "মুগ্ধবাংলা"র একটা শারদীয়া আকর্ষণ বানানোর জন্য শরদিন্দু আমাকে চাপ দেয়। কারণ প্রথম মুগ্ধবাংলা তৈরী করার সময় ভিন্ন একটা নামে একটা লিটিল ম্যাগ করার ইচ্ছা ছিল আমার, যদিও তা কোনোদিনই পুর্ণ হয়নি। বহুমুখী দেখে ইচ্ছাটা আবার চাগাড় দিতে থাকে। কিন্তু এই মুহুর্তে শারদীয়া বের করা? হাতে মাত্র ৩০-৩৫ দিন। কীভাবে? সম্ভব? আমাদের মেম্বাররা তো এখনো কেউ মুগ্ধবাংলায় কিছুই শেয়ার করতে লাগেনি। সুতরাং যা করার আমাদের দুজনকেই করতে হবে! তাই আদাজল খেয়ে লেগে পড়লাম। আপাতত দীর্ঘ আলোচনার পর ঠিক হয়েছে, ১থেকে ৫ই অক্টোবরের মধ্যে শারদীয়া প্রকাশ করব, মোট তিনটি পুর্ণ দৈর্ঘ্য কমিকস থাকবে ওতে। তবে অন্য কিছু মানে গল্প বা উপন্যাস দিতে পারব কিনা জানি না। সময় খুবই কম।
বইয়ের ক্রেডিট সম্পর্কে যদি কিছু বলি, আমাদের সদস্যরা হয়ত রাগ করতে পারেন বা ক্রোধে ফেটে পড়তে পারেন, তবে নিঃসন্দেহে ২০০-৩০০র মধ্যেই রাখব, তাতে সন্দেহ নেই। সেটা নির্ভর করবে কন্টেন্টের উপর।
ও হ্যাঁ, এখানেই শেষ নয়, কোনো সম্মানিত সদস্য যদি এতে তার কোনো লেখা বা অনুবাদ শেয়ার করতে চান, এখানে মন্তব্য করে বলতে পারেন বা ব্যক্তিগত চিঠিও পাঠাতে পারেন(কি শেয়ার করতে চান, তা গোপন রাখতে চাইলে ব্যক্তিগত চিঠি লিখুন,নইলে এখানেই মন্তব্য করতে পারেন)। যদি যথেষ্ট মনে হয়, সেই সদস্যকে আমরা এই শারদীয়া আকর্ষণ বিনা ক্রেডিটে ডাউনলোড করতে দেবো।
পুনশ্চঃ শারদীয়ার আকর্ষণ সম্পুর্ণ করার জন্য আপাতত নতুন বই পোস্ট করা স্থগিত। তবে, কথা দিচ্ছি, পুরো পুজোর মাস জুড়ে তিন চারটে নতুন কমিকস পাবেন। আর একটা কথা, বলতে ভুলে গেছিলাম, কয়েকমাসের মধ্যেই আমরা আমাদের সদস্যের মধ্যে থেকে কয়েকজনকে বিশেষ সম্মান প্রদান করব ও একটা বড় মাপের ক্রেডিট তাদের অ্যাকাউন্টে উপহার দেব। তবে এ বিষয়ে বিষদে পরে আলোচনা করব।
সত্যি,,,অবিশ্বাস্য!!!এতদিন ধরে অনেক ওয়েবসাইট/ব্লগে ঘুরেছি,কিন্তু কোথাও এই ধরণের কোনো ইভেন্টে খুজে পায় নি।আমার সবসময়ই একটা ইচ্ছা ছিল,এরকম কোনো একটা এভেন্টে যোগদান করার।কিন্তু কখনো সে সুযোগ পায় নি।
বই স্ক্যান কিংবা কমিক্স অনুবাদ যথেষ্ট কষ্টের কাজ।এগুলো করতে প্রচুর ধৈর্যশীল হতে হয়।অনেক সময় নিয়ে করতে হয়।তাছাড়া এসব করতে যথেষ্ট চর্চা এবং সে বিষয়ে জ্ঞান থাকতে হয়।কিন্তু এসব করে কারো মধ্যে লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত হয় না।বাংলাম্যাক্স ভাই এবং শরদিন্দু ভাই আপনারা এত ছোট্ট একটা পরিবার(মুগ্ধবাংলা) নিয়ে এতবড় একটা উদ্যোগ নিতে যাচ্ছেন,তাও আবার এত কম সময়ের মধ্যে,,,সত্যি,কি বলে আপনাদের প্রশংসা করব ভেবে পাচ্ছি।অনেক অনেক ধন্যবাদ আপনাদের কে।
হ্যাঁ ভাই,আমি এতে আপনাদের সাথে আছি।কমিক্স অনুবাদ কিংবা বই স্ক্যান করার মতো সময় এবং উপযুক্ত যন্ত্রপাতি এইমুহূর্তে আমার কাছে নেই,তবে আমি শারদীয়ার জন্য গল্প লিখতে পারি।কোনো নিয়মকানুন থাকলে দয়া করে জানানোর জন্য অনুরোধ করছি।এই যেমনঃকত শব্দের মধ্যে,কি বিষয়ে,কখন জমা দিতে হবে? এইসব আরকি।।।
আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি,অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি।ইনশাআল্লা,আপনারা এই সার্থকতার সাথে এই কাজটি সম্পন্ন করতে পারবেন।
অনেক ভালো উদ্যোগ। তেমন কিছুই পারিনা যা এখানে জমা দিতে পারবো। তবুও আশা রাখছি শারদীয়া সংখ্যাটা পড়ার আশা রাখছি
সাথী Herry_Potter, সময় অল্প বলে শুধু এটুকুই সাহায্য চাই, যে, যে লেখা পাঠাতে ইচ্ছা, তা বাংলা হরফে নোটপ্যাড বা Simple Notepad App(Android) এ লিখে আমার মেইল id (banglamax[at]gmail.com, replace [at] with @)তে .txt ফাইল পাঠাবেন। অথবা, আমাকে মেসেজ করেও (PM) পাথানো যেতে পারে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে,#banglamax ভাই।আপনার এই ঘোষণা পড়ার পরপরই আমি শারদীয়ার জন্য লিখা শুরু করে দিই।একটা সম্পূর্ণ কিশোর উপন্যাস লিখার ইচ্ছা আছে।অলরেডি ৩ প্যারা লিখা শেষ।আপনার মেসেজে ১ম প্যারা পাঠাচ্ছি।কোনো কিছু পরিবর্তন কিংবা পরিবর্ধন করতে হবে কিনা তা পড়ে জানাবেন।